স্কুলের মধ্যে ঢুকে ছাত্রকে চড় মারার অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে - Sabuj Tripura News
বক্সনগর প্রতিনিধিঃ ঘটনার বিবরণে জানা যায় পুটিয়া হাই স্কুলের শরিফ উদ্দিন নামক এক ছাত্রকে স্কুলের মধ্যে ঢুকে ডিউটিরত অবস্থায় পুটিয়া বিওপির দুইজন জোওয়ান চড় মেরে বসে। বিএসএফের অভিযোগ শরিফ উদ্দিনকে সন্দেহ করে যে তাকে বাংলা ভাষায় গালাগালি করে। বিএসএফ ক্ষিপ্ত হয়ে তাকে চড় মেরে বসে।
অপরদিকে ছাত্র ছাত্রীর অভিযোগ তারা স্কুলের রুমে বসে পড়াশোনা নিয়ে আলাপ আলোচনা করছে আর তখনই বিএসএফ দুইজন ক্লাসের মধ্যে ঢুকে শিক্ষকের সামনে দুটি কষিয়ে চড় বসিয়ে দেয়।
তারপর বিএসএফ দুইজন স্কুল থেকে চলে যায়। এদিকে ছাএ ছাত্রীরা ভয় আতঙ্ক হয়ে চিৎকার করতেই এলাকার লোকজন ছুটে আসে এবং কলমচৌড়া থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনার তদন্ত করে। পরে বিএসএফের কতৃপক্ষকে খবর দিলে স্কুল পরিচালনা কমিটি ও বিএসএফ এর মধ্যে সালিশি সভা করে ঘটনার মীমাংসা করা হয়।
এই দিকে অভিভাবকের অভিযোগ তাদের ছেলেমেয়েদের সাথে এমন ধরনের ঘটনা ঘটলে আগামী দিনে তারা কিভাবে তাদের সন্তানদের স্কুলে পাঠাবে এই নিয়ে ও প্রশ্ন উঠে।
কোন মন্তব্য নেই