তেলিয়ামুড়া প্রতিনিধিঃ রাজ্যে বিজেপি জোট সরকার গঠন হওয়ার পর থেকে গণবণ্টন ব্যবস্থার ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছিলেন। এরই অঙ্গ হিসেবে খোয়াই জেলাতেও গণবণ্টন ব্যবস্থার চা পাতা বন্টন প্রক্রিয়া শুরু হলো।
বৃহস্পতিবার তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে দুপুর বারো (১২)টা নাগাদ প্রদীপ প্রজ্জ্বলন করে চা পাতা বন্টন ব্যবস্থার শুভ সূচনা করেন কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির চেয়ারম্যান জয়ন্ত সাহা, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস, ভাইস চেয়ারম্যান অপু গোপ, বিশিষ্ট সমাজ সেবী রঞ্জিত সূত্রধর সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন চা পাতা বন্টন প্রক্রিয়া রাজ্যের অন্যান্য জেলা গুলিতে চালু থাকলেও বৃহস্পতিবার থেকে খোয়াই জেলাতেও শুরু করা হলো। এজন্য তিনি রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ