দীর্ঘ দিনের মহাশ্মশান বৈদ্যুতিক চুল্লিতে রূপান্তরিত হচ্ছে - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২৯ সেপ্টেম্বর ২০২০
মঙ্গলবার 

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ তেলিয়ামুড়া মহাশ্মশান ঘাটের উন্নতি করনের জন্য এবার পৌর পরিষদের চেয়ারম্যান নিতীন কুমার সাহা মুখ খুললেন। মূলত তেলিয়ামুড়া মহাশ্মশান ঘাটের অবস্থা সেই মান্ধাতা আমলের মতো। যে কোনো শবদেহ শ্মশান ঘাটে নিয়ে গেলে লাকড়ি এবং খড় কুটের প্রয়োজন। যা ব্যায়  সাপেক্ষ ব্যাপার। কারণ করোনা আবহের মধ্যে যে কোনো মানুষ  করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলে তাকে পৌর পরিষদের  শববাহী গাড়ি করে আগরতলার  বটতলা, মহাশ্মশানে পাঠানো হয়। 


যা পৌর পরিষদ ও আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই অবস্থায় তেলিয়ামুড়া এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি তেলিয়ামুড়া শ্মশানঘাটের একটি বৈদ্যুতিক চুল্লি স্থাপন করার জন্য। 


সেই দাবিকে সামনে রেখে তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান নিতীন কুমার সাহা এ ব্যাপারে খোয়াই জেলা শাসকের সাথে কথা বলেন। এর জন্য অর্থাৎ গ্যাসের বৈদ্যুতিক চুল্লি স্থাপনের জন্য ইস্টিমেট ও করা হয়েছে। 


১৫ তম ফাইনান্স কমিশন এর অর্থ বা যেকোনো ফান্ডের  অর্থ আসলেই গ্যাস চুল্লি স্থাপনের কাজ শুরু করা যাবে। সেইসাথে তেলিয়ামুড়া বাসীর  দীর্ঘদিনের প্রত্যাশা ও পূর্ণ হবে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu