মাথায় নেই হেলমেট ট্রাফিক পুলিশ কুম্ভ নিদ্রায়, অবাধে ঘোরাঘুরি বাইক আরোহীর - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
০৪ সেপ্টেম্বর ২০২০
শুক্রবার 

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ ট্রাফিক দপ্তরের একাধিক নিয়ম-নীতি রাজ্যে লাগু থাকলেও তেলিয়ামুড়া থেকে অনেকটাই ব্যতিক্রম। ফলে রাস্তায় হেলমেট পরিধান না করেই বাইক আরোহীদের অবাধে রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যায়। বৃহস্পতিবার সন্ধ্যা বেলা এবং শুক্রবার হাট বারের দিন দিনভর বাইক আরোহীরা বিনা হেলমেটে ঘোরাঘুরি করতে দেখা গেল। 


শহরে ট্রাফিক পুলিশ থাকলেও অনেকটা সাক্ষী গোপালের মতো। এই অবস্থায় শহরের পথচারীদের অবস্থাও মোটর বাইকের দাপাদাপিতে জনজীবন অতিষ্ঠ।তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত অম্পি চৌমুহনীতে ট্রাফিক সিগনাল থাকলেও সেটি দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে।


মোটরবাইক চালকরা ট্রাফিক বিধি নিষেধ অমান্য করলেও এক্ষেত্রে ট্রাফিক পুলিশ বাইক চালকদের বিরুদ্ধে কোন প্রকার কড়া  দাওয়াই প্রয়োগ করছে না বলে অভিযোগ এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জনের। 


তবে তেলিয়ামুড়া শহরের  উঠতি বয়সের কিছু সংখ্যক  যুবা এবং মধ্যবয়স্ক কিছু সংখ্যক কিছু যুবক হেলমেট পরিধান না করেই মোটরবাইক চালায়, এমন অভিযোগ খোদ তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশ কর্মীরা ও জানে। এরপরেও নেই কোনো কড়া পদক্ষেপ।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu