পুলিশের জালে আটক দুই ড্রাগস সেবনকারী যুবক - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২৬ আগষ্ট ২০২০
বুধবার 

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ করোনা অতিমারীর সময়  কালেও ড্রাগস পাচার বানিজ্য ও ড্রাগস সেবন কারীদের আঁতুর ঘরে পরিনত হয়েছে গোটা তেলিয়ামুড়া। দুই ড্রাগস সেবনকারী কে আটক করলো তেলিয়ামুড়া থানার পুলিশ স্থানীয় অম্পি চৌমুনী এলাকা থেকে মঙ্গলবার রাতে। ধৃত দুই যুবকের নাম কমলেশ দেববর্মা ও জয়দ্বীপ চৌধুরী। 



ধৃত দুই যুবকের বাড়ি মোহড়পারা এবং দশমীঘাট এলাকায়।তেলিয়ামুড়া থানার একটি সূত্র থেকে জানা যায় মঙ্গলবার সন্ধ্যা ৭ টা নাগাদ কয়েকজন যুবক অম্পি চৌমুনি এলাকায় ঘোরাফেরা করতে থাকে। 


এ বিষয়টি অম্পি চৌমনীতে থাকা ট্রাফিক পুলিশ কর্মীদের সন্দেহ হয়। পরে এই বিষয়টি ট্রাফিক পুলিশরা তেলিয়ামুড়া থানায় জানালে পুলিশ এসে দুজনকে আটক করতে সক্ষম হলেও  বাকিরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে তেলিয়ামুড়া এসডিপিও ভি. জগদীশ্বর রেড্ডি এই ধৃত যুবকদের নিয়ে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালালেও ফল শূন্য। 


এদিকে পুলিশ ধৃত দুই যুবকের কাছ থেকে আংশিক পরিমাণ ড্রাগস উদ্ধার করে বলে  থানা সূত্রে জানা যায়। এদিকে পুলিশ ধৃত দুই যুবককে বুধবার খোয়াই আদালতে পাঠায়।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu