আসাম-ত্রিপুরা সীমান্তে আটক গাড়ি বোঝাই অবৈধ কাঠ - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২৬ আগষ্ট ২০২০
বুধবার 

ধর্মনগর প্রতিনিধিঃ লকডাউনের মাঝেও কিন্তু উত্তর জেলা জুরে চলছে কাঠের চোরা কারবারিদের রমরমা অবৈধ কাঠের ব্যবসা। লক্ষ্য করা গেছে অবৈধ কাঠ ত্রিপুরা থেকে যেমন আসামে পাচার হচ্ছে ঠিক তেমনি আসাম থেকেও ত্রিপুরাতেও ঢুকছে অবৈধ চোরা কাঠ। 



ঠিক তেমনি সোমবার রাতে আসাম থেকে ত্রিপুরায় ঢোকার সময় কদমতলা থানাধিন আসাম ত্রিপুরা সীমান্তের ঝেরঝেরিতে কর্তব্যরত পুলিশরা রুটিন তল্লাশির সময় টিআর ০২ডি১৫৪৫ নম্বরের একটি কাঠ বোঝাই গাড়ি আটক করেন।পুলিশি তল্লাশির আচ পেয়ে গাড়ি চালক কাঠ বোঝাই গাড়িটি রেখেই গা ঢাকা দেয়। ফলে  পুলিশ গাড়ি চালককে আটক করতে পারেনি। পরবর্তীতে মঙ্গলবার সকালে কদমতলা থানা কাঠ বোঝাই গাড়িটি ধর্মনগর ফরেস্ট দফতরের হাতে তুলে দেন। ফরেস্ট রেঞ্জার জানিয়েছেন গাড়িটিতে আনুমানিক প্রায় ৪০ ফুট কাঠ রয়েছে।আটক কৃত কাঠের বাজার মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা হবে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu