সবুজ ত্রিপুরা
২৭ আগষ্ট ২০২০
২৭ আগষ্ট ২০২০
বৃহস্পতিবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ প্রাতঃভ্রমণে বেরিয়ে বাড়ি ফেরা হলো না শিক্ষকের ছরার পাশে মিলল শিক্ষকের মৃতদেহ। এটি কি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য তদন্তে মুঙ্গিয়াকামী থানার পুলিশ। ঘটনা তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামী থানাধীন উত্তর মহারানী পুর বাজার সংলগ্ন এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, অন্যান্য দিনের মতো প্রাতঃভ্রমণে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না শিক্ষকের ওই শিক্ষকের নাম সুকুমার দেববর্মা, বয়স আনুমানিক প্রায় ৫০ বছর। যদিও পরিবার আত্মীয় সূত্রে জানা যায়, সুকুমার বাবু অসুস্থ ছিলেন না, তিনি আর পাঁচটা সাধারণ মানুষের মতোই স্বাভাবিক ছিলেন। তবে হঠাৎ করে সুকুমার দেববর্মার এভাবে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে সুকুমার দেববর্মার মৃতদেহ ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে আনা হয়েছে।
0 মন্তব্যসমূহ