তেলিয়ামুড়া প্রতিনিধিঃ সিপিআইএম দলের রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির কার্যালয়ের সামনে সিপিআইএম দলীয় কর্মীরা ১৬ দফা দাবির সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করার জন্য জড়ো হয় সকাল ১০ টা নাগাদ।খবর যায় পুলিশে।পরে পুলিশ ও টি এস আর ঘটনাস্থলে এসে বিক্ষোভ প্রদর্শনের জন্য অনুমতি আছে কিনা জানতে চান সিপিআইএম কর্মী সমর্থক দের কাছে।
ততক্ষনে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়ার এসডিপিও ভি.জগদীশ্বর রেড্ডি।পরে পুলিশ এবং সিপিআইএম কর্মীদের মধ্যে তীব্র বাদানুবাদ চলে। বিক্ষোভ প্রদর্শনে বৈধ অনুমতি না থাকার কারণে এবং পরিস্থিতি যাতে উতপ্ত না হয় সেদিকে নজর রেখে পুলিশ অবশেষে সিপিআইএম কর্মী সমর্থক দের গ্ৰেফতার হওয়ার জন্য অনুরোধ জানান।
পরবর্তী সময় টিএসআর -এর ক্যান্টার বাস এবং পাবলিক বাসে করে সিপিআইএম কর্মী সমর্থক দের গ্ৰেফতার করে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে (টাউন হলে) নিয়ে রাখা হয়।প্রসাশনের একটি সূত্রে জানা যায় সিপিআইএম দলের আটককৃত কর্মী সমর্থক দের এদিন বিকাল ৫ টা নাগাদ এদের ছেড়ে দেওয়া হবে মহকুমা প্রশাসনের আদেশ মূলে।
0 মন্তব্যসমূহ