সবুজ ত্রিপুরা
০৪ সেপ্টেম্বর ২০২০
শুক্রবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনি মৃতের সংখ্যাও বাড়ছে। যা উদ্বেগের বিষয়। শুক্রবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ৩৩ জনকে এন্টিজেন টেস্ট করা হয়।
এর মধ্যে ১৭ জনের রিপোর্ট পোজেটিভ আসে। এই ১৭ জনের মধ্যে খোদ তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্য্য ও করোনা আক্রান্ত হয়ে পড়েন। শুক্রবার তিনি ও তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে করোনাএন্টিজেন টেস্ট করেন।
পরীক্ষার রিপোর্ট আসে পজেটিভ। মহাকুমার স্বাস্থ্য আধিকারিক আক্রান্তদের হোম আইসোলেশন এ পাঠিয়ে দেন। যদিও সূত্রের খবর বিগত ২-৩ দিন ধরে জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন মহকুমা শাসক।
0 মন্তব্যসমূহ