কৃষি বিল বাতিলের দাবিতে ধর্মনগরে বামেদের বিক্ষোব - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২৫ সেপ্টেম্বর ২০২০
শুক্রবার   

ধর্মনগর প্রতিনিধিঃ বুধবার বাম ট্রেড ইউনিয়ন সিআইটিইউ সহ ১০টি সর্বভারতীয় শ্রমিক সংগঠনের আহ্বানে দেশের  কৃষি সংস্কার বিল বাতিলের দাবীতে সহ কৃষি  বিলের কপি আগুনে পুড়িয়ে  সারাদেশের সাথে উত্তর ত্রিপুরা জেলার তিনটি মহকুমার ৫টি জনবহুল স্থানে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। বুধবার সকালে ধর্মনগর মহকুমার বাম কর্মী সমর্থকেরা ধর্মনগর নয়াপাড়া স্থিত সিপিআই(এম) কার্যালয়ে জমায়েত হয়ে  বিক্ষোভ মিছিলে বের হয়।

 


ধর্মনগর মহকুমা কর্মসূচীতে অংশ নেন সিআইটিইউ ধর্মনগর মহকুমা সভানেত্রী ও সম্পাদক যথাক্রমে দীপ্তি দে এবং নিরঞ্জন দেবনাথ, রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্য অমিতাভ দত্ত, সারাভারত কৃষকসভার ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায়, রাজ্য পরিষদ সদস্য অভিজিৎ দে, ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক দূর্গেশ রায়, ধর্মনগর মহকুমা সম্পাদক হরকুমার নাথ, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উত্তর ত্রিপুরা জেলা সম্পাদিকা সাথী ভট্যাচার্য, ধর্মনগর মহকুমা সম্পাদিকা উৎপলা শর্মা, ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের মহকুমা নেতৃত্ব শক্তি ভট্যাচার্য, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ধর্মনগর মহকুমা সম্পাদক প্রদ্যুৎ শর্মা, ত্রিপুরা তপশীলি জাতি সমন্বয় সমিতির জেলা সহ সভাপতি প্রমোদ মালাকার সহ বাম কর্মী সমর্থকেরা উপস্থিতি ছিলেন।


এই কর্মসূচি থেকে সিপিআই(এম) উত্তর জেলার সম্পাদক অমিতাভ দত্ত জানান। আগামী ২৫ শে সেপ্টেম্বর কৃষি বিল প্রত্যাহারের দাবীতে সারাদেশে প্রায় আড়াই শতাধিক শ্রেণী -গণসংগঠন ও বিভিন্ন ছাত্র-

যুব-নারী সংগঠনের  সাথে উত্তর ত্রিপুরা জেলার প্রতিটি মহকুমায় ব্যাপক জমায়েতের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচী সংগঠিত করা হবে। তিনি সকলকে কৃষি-কৃষক-দেশ বাঁচাতে ২৫ তারিখের আন্দোলনে সামিল হতে আহ্বান রাখেন। 


যদিও বুধবার বাম কর্মীরা সিপিআই(এম) কার্যালয় থেকে মিছিল নিয়ে বের হয়ে খানিক পথ যেতেই ধর্মনগর  পুলিশ তাদের আটকে দেয়। সেখানেই কিছু সময় ধর্ণার পরে মিছিলটি পুনরায় সিপিআই(এম) কার্যালয়ে চলে আসে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu