তেলিয়ামুড়া প্রতিনিধিঃ মনোরঞ্জন জমাতিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত পুত্র পল্টু জমাতিয়া কে এলাকাবাসীরা পাকরাও করে পুলিশের হাতে তুলে দেয় শনিবার সন্ধ্যা রাতে। পুলিশ এবার অভিযুক্ত পল্টু কে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।ঘটনার বিবরণে জানা যায়, পিতা মনোরঞ্জন জমাতিয়া কে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পুত্র পল্টু জমাতিয়া জাতীয় সড়কের ৩৫ মাইল এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার পথে এলাকাবাসীরা আটক করে।
পরে এলাকাবাসীর দ্বারা খবর পেয়ে মুঙ্গিয়াকামী থানার পুলিশ এসে অভিযুক্ত পল্টু জমাতিয়া কে থানায় তুলে নিয়ে যায়। রবিবার পুলিশ অভিযুক্তকে আদালতে প্রেরণ করে দেয়।
উল্লেখ্য , মঙ্গিয়াকামী থানাধীন চামপ্লাই -এর নুগরাই পাড়াতে শনিবার সাতসকালে পল্টু তার পিতা মনোরঞ্জন জমাতিয়া কে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছিল নিশংস ভাবে। এরপর পুত্র পল্টু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিফল হয়।
0 মন্তব্যসমূহ