ধর্মনগর প্রতিনিধিঃ হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে চলে গেলেন উত্তরের প্রেমতলা দমকল অফিসের সেকেন্ড অফিসার আব্দুল সুফান চৌধুরী। উনার অকাল প্রয়াণে শোকাহত প্রেমতলা দমকল অফিসের সকল সহকর্মীগন। জানা গেছে কিছুদিন পূর্বে প্রেমতলা দমকল অফিসে ডিউটিরত অবস্থায় থাকা সেকেন্ড অফিসার আব্দুল সুফান চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন।
তড়িঘড়ি সহকর্মীরা ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করেন। আত্মীয় পরিজনরা উন্নত চিকিৎসার জন্য বহি রাজ্যের শিলচরে নিয়ে গেলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল সুফান চৌধুরী।
তারপর শিলচর থেকে মৃতদেহটি প্রেমতলা দমকল অফিসে নিয়ে আসা হয়। অফিসের সহকর্মীরা প্যারেড ও পুষ্পাঞ্জলী দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে কদমতলা থানাধীন কালাগাঙ্গের পার স্থিত নিজ বাড়িতে তার শেষ কার্য সম্পন্ন করা হয়। ডিউটিরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল সুফান চৌধুরী অকালে চলে যাওয়াতে গোটা প্রেমতলা এলাকাজুড়ে সুখের ছায়া নেমে এসেছে।
0 মন্তব্যসমূহ