তেলিয়ামুড়া প্রতিনিধিঃ অযোধ্যার রাম জন্ম ভূমিতে দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর হাত ধরে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠিত হয়। এর সাথেই ত্রিপুরা রাজ্যের অন্যান্য স্থানের ন্যায় বুধবার তেলিয়ামুড়া দশমিঘাট স্থিত ভগৎ সিং মিনি স্টেডিয়ামে সন্ধ্যা সাত(৭)টা নাগাদ তেলিয়ামুড়া বিজেপির যুব মোর্চার কর্মীরা প্রদীপ প্রজ্জ্বলন করে মাঠের গ্যালারিতে।
তাছাড়া যুব মোর্চার এক কর্মী জানান সুদীর্ঘ প্রায় ৫০০ বছর পর অযোধ্যার রাম জন্মভূমিতে রাম মন্দির নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন হলো দেশের প্রধানমন্ত্রীর হাত ধরে।
ফলে এতে হিন্দু ধর্মাবলম্বীদের দীর্ঘ বছরের প্রত্যাশা পূর্ণ হল। তবে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক ঐতিহাসিক দিন হিসাবে রচিত হলো দেশের প্রধানমন্ত্রীর হাত ধরে। সেই কারণেই মূলত আজকে আমরা এই মাঠে মোমবাতি জ্বালিয়ে এই ঐতিহাসিক দিনের সাক্ষী হয়ে রইলাম।
0 মন্তব্যসমূহ