তেলিয়ামুড়া প্রতিনিধিঃ তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কের সংস্কারের কাজ হচ্ছে অতি নিম্নমানের। কিন্তু দেখার মত সংস্কার স্থলে নেই কোন পূর্ত দপ্তরের আধিকারিক।
যার ফলে বৃষ্টির মধ্যে রাস্তায় কাঁদা মেশানো জায়গায় দেওয়া হচ্ছে পাথর কনা ও বিটুমিন এবং যার ফলে অতি সহজেই রাস্তা খারাপের সম্ভাবনা রয়েই গেছে। তবে বারবার সংবাদ মাধ্যমে সংবাদ সম্প্রচার করার পর পূর্ত দপ্তর এই রাস্তার কাজে হাত লাগায়।
কিন্তু ঠিকাদার নাম কি বাস্তে কাজ সেরে বিল হাতিয়ে নিচ্ছে। যার ফলস্বরূপ পুনরায় রাস্তা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েই যাচ্ছে। কাজের স্থলে থাকা এক শ্রমিক আমাদের জানায় কাজের শেষে এই মিক্সচার গুলি দিয়েই কাজ করা হচ্ছে, তবে বৃষ্টির দিনে কাজ করলে কাজের গুণগত মান তেমন ভাল হবে না বলে নিজেই স্বীকার করলেন ওই শ্রমিক।
0 মন্তব্যসমূহ