বিধায়িকা কল্যাণী রায়ের প্রচেষ্টায় বাম জামানার শিলান্যাস হওয়া পাকা সেতুর নির্মাণ শেষের পথে - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২১ আগষ্ট ২০২০
শুক্রবার 

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ খোয়াই নদীর উপর পাকা সেতু নির্মাণের জন্য শিলান্যাস হওয়ার  সুদীর্ঘ বছর পর এবার পাকা সেতুটি নির্মাণ কাজ শেষ হয়ে বাস্তব রূপ পাওয়ার পথে। সেতু নির্মাণের কাজ নিয়ে বাম জামানাতে বহু জলঘোলা হয়েছিল। এবার এলাকার বিধায়িকার  প্রচেষ্টায় সেই পাকা সেতু নির্মাণের কাজ প্রায় শেষের পথে। 



তেলিয়ামুড়া দশমী খাওয়ার স্থিত খোয়াই নদীর উপর একটি পাকা সেতু নির্মাণের জন্য শিলান্যাস হয়েছিল গত ২০১০ইং সালে। সেতু নির্মাণের কাজের বরাত পেয়েছিল বহিরাজ্যোর একটি ঠিকাদারি সংস্থা।ঐ সময় পাকা সেতু নির্মাণের কাজ শুরু হয়ে আবার বন্ধও  হয়ে গিয়েছিল কোনো এক অজ্ঞাত কারণে। 


সুদীর্ঘ বছর তাল বাহানার পর দ্বিতীয় বার  নির্মাণ কাজ ফের শুরু হয়। কিন্তু ওই সময় বাম নেতাদের চতুরতার কারণে ফের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এরপর রাজ্যে জোট সরকার প্রতিষ্ঠার পর এলাকার বিধায়িকা কল্যাণী রায় পাকা সেতু নির্মাণের কাজ শুরু করার জন্য জোর প্রচেষ্টা চালান। 


উল্লেখ্য  খোয়াই নদীর উপর সেতুটি হলে বাইশঘরিয়া  কৃষিপ্রধান এলাকার কৃষকরা তাদের কৃষিজ ফসল খুব দ্রুত বাজারজাত করতে পারবে। তাই এলাকার বিধায়িকা কল্যাণী রায়ের প্রচেষ্টায় সেই পাকা সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার পথে। কেবল পাকা সেতুর দুই প্রান্তে মাটির ফিলিং এর কাজ বাকি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu