বীর বিক্রম মানিক্য বাহাদুর সোসাইটির উদ্যোগে ৪৫ টি পরিবারের মধ্যে ত্রাণ বন্টন - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২১ আগষ্ট ২০২০
শুক্রবার 

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ বর্তমান করোনা  সংকট কালে প্রথম থেকেই দফায় দফায় লকডাউন ও আনলক চলছে অন্যদিক থেকে থেমে নেই করোনা সংক্রমনের সংখ্যাও। প্রথম থেকেই লকডাউন এর ফলে পাহাড়ে চলছিল খাদ্যাভাব। তখন  বেশ কিছু বেসরকারি সামাজিক সংস্থা এবং রাজনৈতিক দলকে তাদের পাশে দাঁড়াতে দেখা যায়। 


তবে বর্তমানে চলছে আনলক মেজার্স-(২) ফলে পাহাড়ের গৃহবাসীদের বর্তমান পরিস্থিতিতে ফের একবার এগিয়ে এলো একটি সামাজিক সংস্থা।গত বুধবার তেলিয়ামুড়া মহাকুমার আঠারোমুড়া পাহাড়ের ত্রিপুরা বস্তি এলাকায় ৪৫ টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়, বীর বিক্রম মানিক্য বাহাদুর সোসাইটির উদ্যোগে। 


এই ত্রাণ বন্টন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, মঙ্গিয়া কামী ব্লক চেয়ারম্যান সুনীল দেববর্মা, সোসাইটির সভাপতি শিবানি দেববর্মা, সম্পাদক রণবীর সিংহ সহ অনেকে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu