তেলিয়ামুড়া প্রতিনিধিঃ বাম আমলের ২৫ বছরেও পায়নি বার্ধক্য ভাতা, বিপিএল রেশন কার্ড ও সরকারী ঘর। রাম আমলেও অধরা। জীবন যুদ্ধের শেষ প্রান্তে এসেও বর্তমানে থাকতে হচ্ছে জরাজীর্ণ কুঁড়েঘরে শম্ভু দেববর্মাকে। যা খুবই হৃদয় বিদারক। ঘটনা তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধীনে নিরঞ্জন পাড়া এলাকায়।
এই এলাকার বাসিন্দা শম্ভু দেববর্মা, উনার সন্তান সন্ততি থেকে ও নেই। অর্থাৎ সন্তান-সন্ততিরা নিজেদের মতন করে পৃথক পৃথক ভাবে থাকে। আর শম্ভু দেববর্মা নিজ স্ত্রীকে নিয়ে ভাঙ্গা জরাজীর্ণ ঘরে কষ্ট করে বসবাস করে থাকেন। আর ঘরের ভেতরেও অবস্থা তেমন একটা ভাল নয়।
শম্ভু দেববর্মা বাম শাসনকালে নিজের বার্ধক্য ভাতা, সরকারি ঘর পাওয়ার জন্য বহুবার আবেদন জানালেও তৎকালীন বাম নেতারা ঐ বৃদ্ধের আবেদনে সাড়া দেয়নি বলে অভিযোগ। এমনকি পারিবারিক রেশন কার্ডটি পর্যন্ত বিপিএল করে দেয়নি বলে অভিযোগ করেন শম্ভু দেববর্মা।
ঐ শম্ভু দেববর্মা বিপিএল কার্ড,সরকারি ঘর এবং বাধ্যক্য ভাতা পাওয়ার জন্য রাজ্য বিজেপি জোট সরকারের কাছে দাবি জানান। তবে ঐ বৃদ্ধের আহবানে প্রশাসন কি সাড়া দেবে? এটাই এখন দেখার ব্যাপার।
0 মন্তব্যসমূহ