তেলিয়ামুড়া প্রতিনিধিঃ বর্তমানে চলছে আরো একদফা লকডাউন সেই সাথে বাড়ছে করুনা আক্রান্তের সংখ্যাও। ফলে তেলিয়ামুড়া মহকুমার চাকমা ঘাটে একটি পরিবারে একজনের শরীরে করোনা সংক্রমন ধরা পড়ায় এলাকার ২৬ টি পরিবারকে করোনা বিধি মেনে কোয়ারেন্টাইনে রাখা হয়।
কিন্ত আর্থিক দিক দিয়ে দুর্বল এই পরিবারগুলোর পাশে দাঁড়ালো ২৯ কৃষ্ণপুর মন্ডল এর অন্তর্গত চাকমা ঘাট শক্তিকেন্দ্র। এদিন চাকমা ঘাট শক্তি কেন্দ্রের উদ্যোগে ২৬ টি পরিবারের হাতে চাল ডাল লবণ আলু পিয়াজ তেল তুলে দেওয়া হয়।
এই ছোট্ট ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর বিধানসভার বিজেপি মনোনীত সম্পাদক রাজকুমার সরকার মন্ডল সদস্য অপু গোপ শক্তি কেন্দ্রের কো-অর্ডিনেটর রাজকুমার দাস রহুল আচার্জী সহ অন্যান্যরা। এই কঠিন পরিস্থিতির মধ্যে ত্রাণ গুলি পেয়ে খুশি ২৬টি পরিবার।
0 মন্তব্যসমূহ