তেলিয়ামুড়া প্রতিনিধিঃ রাজ্যের নারী সংক্রান্ত তথা ধর্ষণকাণ্ডের অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তুলেন আঞ্চলিক দল তথা টি পি এফ এর সুপ্রিমো পাতাল কন্যা জমাতিয়া। আজ ছিল ত্রিপুরার আঞ্চলিক টি পি এফ রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠা দিবস।
আর সেই দিবসকে কেন্দ্র করে তেলিয়ামুড়া টি পি এফ সংগঠনের উদ্যোগ এক সভা অনুষ্ঠিত হয় এবং তারাচাঁন রুপিনি পাড়া বাজারে স্বদলীয় এক অনুষ্ঠান সংঘটিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টি পি এফ সংগঠনের নেতৃত্ব পাতাল কণ্যা জমাতিয়া সহ স্থানীয় নেতৃত্বরা।
এদিকে এডিসির নির্বাচন যতই এগিয়ে আসছে বিরোধী রাজনৈতিক সংগঠন গুলি কিন্তু কোমর বেঁধে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। এ সম্পর্কে বলতে গিয়ে পাতাল কণ্যা জামাতিয়া নিজ প্রতিক্রিয়ায় বলেন ত্রিপুরা রাজ্যের কোথাও না কোথাও প্রায় প্রতিদিনই ধর্ষণ অব্যাহত রয়েছে, আর এই ধর্ষণকাণ্ডের নরপশুদের একমাত্র উপযুক্ত শাস্তি হলো ফাঁসি। আর এই মঞ্চে দাঁড়িয়ে নরপশুদের ফাঁসির দাবি জানিয়েছেন তিনি।
0 মন্তব্যসমূহ