বক্সনগর প্রতিনিধিঃ সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার উরমাই দিলু মিয়া চৌমুহনীর ব্যবসায়ী খালেক মিয়ার নীজের একটি দোকান এবং ভাড়াটিয়া ৩ টি, মোট ৪টি দোকান রাত ১টার সময়, দুষ্কৃতি কারীরা পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়। উক্ত ঘটনার খবর পেয়ে সোনামুড়া অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে এলেও ততক্ষনে সব দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এই চারটি দোকানের মালামাল ও আসবাবপত্র সহ কোন কিছুই সংরক্ষণ করা যায়নি। তবে ক্ষতির পরিমান আনুমানিক ৪ লক্ষ্য টাকার বেশি হবে এমনটাই জানিয়েছেন দোকানের মালিক। একদিকে করোনা মহামারীর কারণে এমনিতেই ব্যবসা-বাণিজ্য ভাল চলছিল না অপরদিকে দুষ্কৃতীদের লাগানো এই আগুনে খালেক মিয়া সবকিছু হারিয়ে নিঃস্ব।
এই অবস্থা থেকে উত্তরণের জন্য খালেক মিয়া মহাকুমা প্রশাসন ও রাজ্য সরকারের কাছে সাহায্য প্রার্থী এবং পুলিশের কাছে আবেদন করেন যে অতি দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার করে যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়।
এখন দেখার বিষয় হচ্ছে সোনামুড়া মহকুমা পুলিশ দুষ্কৃতীদের জালে তুলতে পারে কিনা পাশাপাশি সরকারের তরফ থেকে খালেক মিয়াকে কতটুকু সাহায্য করা হয়।
0 মন্তব্যসমূহ