সোনার চেইন পরিষ্কার করার নাম দিয়ে চুরি করতে আটক এক যুবক - Sabuj Tripura News
বক্সনগর প্রতিনিধিঃ ঘটনা সোনামুড়া মহকুমার দাওধারানী গ্ৰাম এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় দাওধারানি এলাকার এক বাড়িতে এসে সোনার চেইন পরিস্কার করার কথা বলে গ্রামেরই এক মহিলা থেকে সোনার চেইন নিয়ে চলে যেতে চাইলে ঐ গ্রামের কতিপয় লোক এই যুবককে আটক করে।
এমন ঘটনার খবর পেয়ে এলাকার জনগণ সেখানে জড়ো হয় এবং জানা যায় এদের একটি প্রতারক চক্রের দল রয়েছে। তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে সোনার জিনিস পরিষ্কার করার নামে প্রতারণা করে মানুষের কাছ থেকে সোনা হাতিয়ে নেয়।
ফলে সাথে সাথে সোনামুড়া থানায় খবর দিলে থানা বাবুরা ছুটে আসে এবং এই যুবককে থানায় নিয়ে যায়। তবে হয়তো পুলিশি তদন্তে বেরিয়ে আসবে ঘটনার আসল রহস্য। সত্যিই কি প্রতারক চক্র না অন্য কিছু। তাছাড়া ঐ যুবকের কাছ থেকে একটি নকল আধার কার্ড পাওয়া গেছে।
কোন মন্তব্য নেই