কমলা ফলের চাষ করে স্বাবলম্বী হচ্ছেন কেরলেং এলাকার এক কৃষক - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২০ আগষ্ট ২০২০
বৃহস্পতিবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে কমলা ফলের চাষ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধীনে সুদ্দু করকরী এডিসি ভিলেজের কেরলেং এলাকায় প্রায় চল্লিশটি কাইপেং জনজাতি গোষ্ঠীর বসবাস এবং তারা সকলেই জুম চাষী। 


জুম চাষ করেই তাদের জীবন জীবিকা নির্বাহ করতে হয়। ফলে এলাকার বাসিন্দা আনন্দ কাইপেং কমলা ফলের চাষ করার জন্য উদ্যোগী হয় এবং সাথে সুপারি চাষ করার জন্য পদক্ষেপনেন। তিনি তেলিয়ামুড়া কৃষি মহাকুমা অফিসের সাথে যোগাযোগ করে কমলা ও সুপারি চারা সংগ্রহ করেন।


পরবর্তীতে  সেই কমলা ও সুপারি চারা টিলাভূমিতে রূপন  করে পরিচর্চা ও করেছেন। আগামী তিন-চার মাস পর থেকেই আনন্দ কাইপেং সেই কমলা বাজারে বাজারজাত করতে পারবেন বলে আশাবাদী।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu