রামকৃষ্ণ সেবা সমিতির উদ্দ্যোগে আশ্রমের ছাএদের মধ্যে মিষ্টি এবং ফল বণ্টন - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১৩ আগষ্ট ২০২০
বৃহস্পতিবার 

পানিসাগর প্রতিনিধিঃ ভারত বর্ষের ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে পানিসাগর রামকৃষ্ণ সেবা সমিতির উদ্দ্যোগে আজ সকাল আট ঘটিকায় পানিসাগর মহকুমার রামনগরে অবস্থিত একমাত্র আবাসিক অনাত আশ্রমে গরিব ও দুস্থ ছাএদের মধ্যে মিষ্টি এবং ফল বিতরন করা হয়। প্রতি বৎসরের ন্যায় এই বৎসর ও মহকুমা প্রশাসনের নির্ঘন্ট অনুযায়ী  আজ এই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়। 


এতে পানিসাগর রাম কৃষ্ণ সেবা সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিকাশ চক্রবর্তী, নির্মল বনিক, শুভাশিস দাস, অবনি দে, অমিতাভ নাথ সহ অনাত আশ্রমের কর্তব্যরত কর্মী বৃন্দ। এখানে মোট ত্রিশ জন ছাত্রের মধ্যে মিষ্টি এবং ফল বিতরণ করা হয়। 


তাছাড়া প্রতিবছর এই ধরনের অনুষ্ঠানের পাশা পাশি রক্ত দান শিবির ও হয়ে থাকে। তবে এই বৎসর করোনা সংক্রমণ থেকে পরিত্রাণ পেতে রক্তদানের মত অনুষ্ঠান বাতিল করতে হয়। তাই আগামী দিনে এই ধরনের প্রয়াস জারি থাকবে বলে আশা প্রকাশ করা হয় কমিটির পক্ষথেকে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu