সোশ্যাল মিডিয়ায় রক্তের প্রয়োজনীয়তার খবর পেয়ে রক্তদানে এগিয়ে এলেন এক যুবক - Sabuj Tripura News
বক্সনগর প্রতিনিধিঃ ঘটনার বিবরণে প্রকাশ, কমলাসাগর মিয়াপাড়া এলাকার জনৈক বিদ্যালয় শিক্ষক দীপক মারাক তার সুগার সহ প্রচন্ড শারীরিক সমস্যার কারণে বর্তমানে তিনি রাজধানীর আইএলএস হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। ফলে জরুরী ভিত্তিতে তার এ পজেটিভ রক্তের প্রয়োজন হয়ে পড়ে।
রক্তের এমন প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে উদয়পুর বাগমা এলাকার জনৈক সুরজিৎ মজুমদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ফলে সোশ্যাল মিডিয়ায় এ পজেটিভ রক্তের প্রয়োজনীয়তা দেখে বক্সনগর কলসীমুড়া এলাকার যুবক মহিউদ্দিন কিবরিয়া মেরিল তার ফোনর মাধ্যমে সুরজিৎ বাবুর সাথে যোগাযোগ করলে তিনি জানান রাজধানীর আইএলএস হসপিটালে জরুরী ভিত্তিতে কোন এক শিক্ষক বাবুর রক্তের প্রয়োজন।
ফলে সংখ্যালঘু যুবক মহিউদ্দিন কিবরিয়া মেরিল নিজে রক্তদান করার জন্য সম্মতি প্রকাশ করেন এবং পরবর্তীতে যুবক নিজে রাজধানীর আইএলএস হসপিটাল গিয়ে শিক্ষক বাবুকে রক্ত দিয়ে আসেন। এদিকে জানা গেছে, সেই শিক্ষক বাবু সুগার সমস্যার পাশাপাশি তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে।
কোন মন্তব্য নেই