কদমতলা ব্লকের উদ্যোগে "গন্ধেগী মুক্ত ভারত" কর্মসূচি অনুষ্ঠিত - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১৪ আগষ্ট ২০২০
শুক্রবার

চুরাইবাড়ি প্রতিনিধিঃ ৭৪ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে গোটা রাজ্যের সাথে উত্তরের কদমতলা ব্লকের উদ্যোগে "গন্ধেগী মুক্ত ভারত" কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ সকাল ৭:৩০ মিনিটে কদমতলা বাজারে গন্ধেগী মুক্ত ভারত অর্থাৎ স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয়। মূলত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জীর স্বচ্ছ ভারত তৈরি করতে "গন্ধেগী মুক্ত ভারত" গঠনের ডাক দিয়েছিলেন।


তারই অঙ্গ হিসাবে আজকের স্বচ্ছ ভারত অনুষ্ঠান হাতে নেন কদমতলা আরডি ব্লক। আজকের স্বচ্ছ ভারত অভিযানে উপস্থিত ছিলেন কদমতলা ব্লকের বিডিও কমল দেববর্মা, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, কদমতলা বাজার সেক্রেটারি বিভূ নাথ সহ কদমতলা ব্লকের সকল কর্মচারী সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যগণ। 


প্রথমে গোটা কদমতলা বাজার এলাকা ঝাড়ু দিয়ে নোংরা আবর্জনা পরিষ্কার করে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি শেষ করা হয়। স্বচ্ছ ভারত অভিযান শেষে সকাল ৯ টা নাগাদ উপস্থিত সকলে কদমতলা ব্লক প্রাঙ্গণে বৃক্ষ রোপন অনুষ্ঠানে অংশ নেন। 


উপস্থিত ভিডিও,ব্লক চেয়ারম্যান,ব্লকের অন্যান্য কর্মচারী, পঞ্চায়েত সদস্য ও কদমতলা বাজার ব্যবসায়ীগণ নিজ হাতে আগর, ড্রাগন ফল সহ বিভিন্ন প্রজাতির মূল্যবান চারা রোপণ করেন। তারপর আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu