তেলিয়ামুড়া প্রতিনিধিঃ অবশেষে শেষ আশঙ্কাই সত্যি হলো, তেলিয়ামুড়া শহরের অম্পি চৌমুহনীর বৈদ্যুতিক ট্রাফিক সিগনালটি বিকল হওয়ার কারণেই ফের একবার দুর্ঘটনার কবলে পড়ল একটি বাইক ও অটো। রাজ্যের ট্রাফিক দপ্তর উদাসীন এবং নেই কোনো বিকল্প ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা তেলিয়ামুড়ার অম্পি চৌমুহনীতে। আজ দুপুর বারোটা নাগাদ ওই এলাকায় একই রাস্তা ধরে যেতে রাস্তায় জ্যাম থাকায় টি আর ০১.০.৭৩০১ নম্বরের বাইকের সাথে টি আর ০৬ ২৬১৫ নম্বরের অটোর সংঘর্ষ ঘটে।
এতে বাইকের চালক অল্পবিস্তর আহত হয়। ফলে ঘটনাস্থলে থাকা পুলিশকর্মীরা বাইক ও অটো দুটোকে থানায় নিয়ে যায় এবং ক্ষতি হয় বাইক ও অটো দুটোরই।
তবে আর যাই হোক বিগত দিনে বেশ কয়েকবার ফলাও করে তেলিয়ামুড়া ট্রাফিক ব্যবস্থা নিয়ে সংবাদ পরিবেশন করা হলেও ট্রাফিক দপ্তর উক্ত ব্যাপারে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। ফলে প্রতিদিন শহরের প্রাণকেন্দ্রে তথা অম্পি চৌমুহনীতে দুর্ঘটনা ঘটে যাচ্ছে।
0 মন্তব্যসমূহ