বক্সনগর প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরা ঘরে ওঠার স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়ে আবারো গাঁজা বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেল কলমচৌড়া থানা পুলিশ ও ৭৪ ব্যাটেলিয়ান বিএসএফ এবং বক্সনগর বনদপ্তর। তাদের এক যৌথ অভিযানে বক্সনগর ব্লক এলাকার মানিক্যনগর ও উত্তর কলমচৌড়া ফকিরামুড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
এতে প্রায় ২ লক্ষের অধিক গাঁজা গাছ ধ্বংস করা হয়। এই দিনের অভিযানে ২২ হেক্টর জমিতে অভিযান চালায়, যার বাজার মূল্য ছিল প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকা বলে জানা গেছে। এই বছরে সোনামুড়া মহকুমায় এটিই ছিল সবচেয়ে বড় অভিযান। এমন ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন আধিকারিকরা।
কিন্তু অবাক করার বিষয় হলো মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে, বুড়ো আংগুল দেখিয়ে অবৈধভাবে সীমান্তবর্তী এলাকার বিভিন্ন জায়গায় সরকারি রিজার্ভ ভূমি থেকে শুরু করে নিজেদের মালিকানাধীন জায়গাতেও এই অবৈধ গাঁজা চাষ হয়ে চলছে। কিন্তু প্রশাসন লোক দেখানো ভাবে কিছু কিছু জায়গায় অভিযান চালালেও বেশীর ভাগ ক্ষেত্রেই অন্ধের ভূমিকা পালন করে চলছেন।
0 মন্তব্যসমূহ