চরিলাম বনদপ্তরের উদ্যোগে অবৈধ কাঠের সমিল উদ্ধার - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২২ আগষ্ট ২০২০
শনিবার 
 

বক্সনগর প্রতিনিধিঃ শনিবার সকাল ১১ টা নাগাদ বিশালগড় থানা দিন ঢাকার বাড়ি থেকে কাঠের সমিল উদ্ধার করে চরিলাম বনদপ্তরের কর্মীরা। গোপন খবরের ভিত্তিতে চরিলাম বনদপ্তরের পেট্রোলিং ইনচার্জ সুকান্ত দাস এর নেতৃত্বে বনদপ্তরের কর্মীরা ঢাকার বাড়িতে যায় সেখানে গিয়ে দেখতে পান একটি কাঠের সমিল পড়ে রয়েছে। 


জানা গেছে  এই সমিল দিয়ে অবৈধভাবে কাঠ চেরা হত। কিন্তু  চরিলাম ফরেস্ট বনদপ্তর এর কর্মীদের গোপন খবরের ভিত্তিতে ঢাকার বাড়ি যাওয়ার আগেই বনদস্যুরা পালিয়ে যায় এবং চরিলাম ফরেস্ট রেঞ্জ অফিসের কর্মীরা কাউকে গ্রেপ্তার করতে পারেনি। 


বনদপ্তর এর কর্মীরা যাওয়ার আগেই বনদস্যুরা পালিয়ে যাওয়ায় কর্মীরা অবৈধ সমিল গাড়িতে করে চরিলাম বনদপ্তরের অফিসে নিয়ে আসেন। চরিলাম ফরেস্ট পেট্রলইন পার্টি ইনচার্জ সুকান্ত দাস বলেন গোপন খবরের ভিত্তিতে অবৈধ সমিলকে উদ্ধার করা হয় এবং আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানান তিনি।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu