সংস্কারের অভাবে বিনষ্ট বক্সনগর বিধানসভার কলসীমুড়া গাঁও সভার অন্যতম রাস্তা - Sabuj Tripura News
২২ আগষ্ট ২০২০
শনিবার
বক্সনগর প্রতিনিধিঃ দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কারের অভাবে ধ্বংস প্রাপ্ত বক্সনগর বিধানসভা কেন্দ্রিক বক্সনগর আর ডি ব্লক থেকে মাএ ২৫০ মিটার দূরে অবস্থিত কলসীমুড়া গাঁও সভার যোগাযোগের অন্যতম প্রধান রাস্তাটি। সংস্কারের অভাবে বর্তমানে চলা ফেরার অযোগ্য হয়ে উঠেছে এই রাস্তাটি।
বক্সনগর গ্যাস এজেন্সি থেকে বক্সনগর ব্লক পযর্ন্ত রাস্থতাটি সামান্য বৃষ্টিতেই সম্পূর্ণ জলে পরিপূর্ণ হয়ে যায় এবং মানুষজন চলাচল অযোগ্য হয়ে পরে। কিন্তু শাসক দলীয় প্রধান এবং মেম্বারদের বার বার জানানো সত্যেও কোনো সুরাহা হয়নি।
কিছুদিন পূর্বে একই স্থানে জলমগ্ন অবস্থায় ইলিকট্রিকের খুঁটিতে জনৈক একজন নাগরিকের গরু বিদ্যুৎ পৃষ্ট্য হয়, এরপর পথচারীদের প্রচেষ্টায় গরুটিকে বাঁচানো সম্ভব হয়। এলাকাবাসির দাবী অবিলম্বে রাস্তাটির সংস্কার করে এবং ইলেকট্রিকের খুঁটিকে যেন পরিবর্তন করা হয়।
কোন মন্তব্য নেই