সবুজ ত্রিপুরা
৪ জুলাই ২০২০
শনিবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব করুনা প্রতিরোধ অভিযানে রাজ্য ব্যাপী অনুষ্ঠানের অঙ্গ হিসেবে শনিবার তেলিয়ামুড়ায় রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়ের উপস্থিতিতে তেলিয়ামুড়ার পুরাতন TRTC সংলগ্ন জাতীয় সড়কের পাশে এক অনুষ্ঠানের সূচনা হয়।
এতে উপস্থিত ছিলেন পৌর পরিষদের চেয়ারম্যান ,ভাইস চেয়ারম্যান, পৌর পরিষদের CEO সহ পৌর পরিষদের কাউন্সিলররা।সেখানে উপস্থিত রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় নিজ প্রতিক্রিয়ায় বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী করুণা প্রতিরোধ অভিযানের একটি নতুন প্রকল্প শুরু হয়েছে আজ থেকে।
এর অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া মহকুমার চারটি স্থানে এই অনুষ্ঠান হয়। তিনি আরও বলেন করুণা অতি মহামারীর কালে মানুষের শরীরের রোগ প্রতিরোধ প্রয়োজন সেই রোগ নিরাময়ের একটা অংশ কুইন আনারস ও লেবুর জোসে আছে।
0 মন্তব্যসমূহ