দুষ্কৃতীদের হানায় আক্রান্ত মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৪ জুলাই ২০২০
শনিবার  

বক্সনগর প্রতিনিধিঃ বিশালগড় থানা দিন অফিসটিলা এলাকায় ৩  নং ওয়ার্ডের  বাসিন্দা বিশালগর মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী রুমা সাহার বাড়িতে শুক্রবার রাতে আনুমানিক দেড়টা নাগাদ একদল দুষ্কৃতী ঘরের জানালা ভেঙে দেয় তারপর স্কোরপিও এস টেন গাড়িতে আগুন ধরিয়ে দেয়। উক্ত এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং এই  ঘটনার খবর পেয়ে  শনিবার সকালে উনার বাড়িতে বিশালগড় থানার পুলিশ  তদন্ত করতে জান। 

তবে এই ঘটনার পেছনে কি রহস্য আছে তা বুঝে উঠতে পারছেন না সাধারন কর্মীরাও হঠাৎ বিজেপি সরকারের আড়াই বছর পর আক্রান্ত হলেন মহিলা মোর্চার সভানেত্রী। এই ঘটনায় খবর শুনে আজ সকালে উনার বাড়িতে ছুটে যান বিজেপি সিপাহীজলা জেলা সভাপতি  বাদল বণিক, বিশালগড় মন্ডল যুব মোর্চার মন্ডল সভাপতি  অনব চক্রবর্তী সহ বিজেপি প্রতিনিধি দল এবং এই ঘটনা প্রত্যক্ষ করে দুঃখ প্রকাশ করেন।

তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে আছে রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে কি এমন হলো বিশালগড মহিলা মোর্চার  মন্ডল সভানেত্রী রমা সাহার বাড়িতে  তা মেনে নিতে পারছেন না রাজনৈতিক মহল। গতকালকে রাতের এই ঘটনায় মর্মাহত হয়ে বর্তমানে অসুস্থ হয়ে পড়েন সভানেত্রী।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu