সবুজ ত্রিপুরা
৪ জুলাই ২০২০
শনিবার
ধর্মনগর প্রতিনিধিঃ করোনা আক্রান্ত এক ব্যক্তিকে শনিবার সকালে ধর্মনগর পুরনো মোটর স্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করে কুমারঘাট কোভিড কেয়ার সেন্টারে পাঠালো উওর জেলা স্বাস্থ্য দপ্তর। ঘটনার বিবরণে জানা যায় আক্রান্ত এই ব্যক্তি চলতি মাসের ১ তারিখ ব্যাঙ্গালোর থেকে বিমানে করে আগরতলার আসে। ইতিমধ্যে গতকাল রাতে তার করোনা নমুনা পরীক্ষা রিপোর্ট পজেটিভ আসে।
তার বাড়ি উনকোটি জেলায়। তাই এই ব্যক্তির সন্ধান করলে উনকোটি স্বাস্থ্য দপ্তর জানতে পারে আজ অর্থাৎ শনিবার সে আগরতলা থেকে বাসে চেপে সকালেই ধর্মনগরে আসে এবং সে বর্তমানে ধর্মনগর স্থিত পুরাতন মোটর স্ট্যান্ড এ অবস্থান করছে । সাথে সাথেই এই খবর ঊনকোটি জেলা স্বাস্থ্য দপ্তর উত্তর জেলা স্বাস্থ্য দপ্তর কে জানালে উত্তর জেলা স্বাস্থ্য দপ্তরে আধিকারিক পুলিশ সহকারে পুরনো মোটর স্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে কুমারঘাট কোভিড কেয়ার সেন্টারে পাঠায়।
0 মন্তব্যসমূহ