সোনামুড়া জাহাজ বন্দর এর মাধ্যমে স্বপ্ন পূরণ হতে চলছে রাজ্য বাসীর - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১৫ জুলাই ২০২০
বুধবার       

বক্সনগর প্রতিনিধিঃ গত কিছু দিন পূর্বে ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঘোষণা দিয়েছিলন ১৪ জুলাই কলকাতার হলদিয়া বন্দর থেকে একটি রড বুঝাই ছোট জাহাজ ত্রিপুরার উদ্দেশ্যে প্রথম বারের মতো যাত্রা করবে এবং সোনামুড়া  এসে পৌছবে ১৮ জুলাই। 

এনিয়ে সোনামুড়া সহ গোটা রাজ্যে জুড়ে  খুশির হাওয়া বইছে এবং ইতিহাসে নাম লেখাতে চলছে রাজ্য। তবে যদি সত্যিই জাহাজটি আসে তবে উপকৃত হবে দিনমজুর শ্রমিকরা এমন এক প্রতিক্রিয়া জানালেন স্থানীয়  শ্রমিকরা  এবং কথা দিয়ে কথা রাখার জন্য মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানান তারা। 

স্থানীয় শ্রমিকরা  মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান যে এখানে যদি স্থায়ী বন্দর হয় এবং  প্রতিনিয়ত জাহাজ আসা-যাওয়া করে  তাহলে বেকার  শ্রমিকদের কর্মস্থান খুলবে যেহেতু  পাশে রয়েছে আন্তর্জাতিক মার্কেট। তাছাড়া শ্রমিকরা আরও  আবেদন করেন যে বন্দরের  সাথে থাকা ভারত, বাংলাদেশ আন্তর্জাতিক মার্কেট খুলে দেওয়ার জন্য।তবে যদি তা সম্ভব হয়  তাহলে রাজ্যের বেকার শ্রমিকরা কর্মের জন্য বহিঃ রাজ্যে যাওয়ার আর প্রয়োজন হবে না।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu