জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে মহকুমা শাসকের নিকট ডেপুটেশ - Sabuj Tripura News
সবুজ ত্রিপুরা
৭ জুলাই ২০২০
মঙ্গলবার
পানিসাগর প্রতিনিধিঃ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে ৫ দফা দাবির ভিত্তিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কৈলাশহর মহকুমা শাসক শান্তি রঞ্জন চাকমার নিকট এক ডেপুটেশনে মিলিত হয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
উক্ত এই ডেপুটেশন শেষে ত্রিপুরা ওয়ারকিং জার্নালিস্ট এসোসিয়েশনের দুইজন সদস্য, তথা দৈনিক সংবাদের প্রতিনিধি সুদর্শন বৈদ্য, ও স্যান্দন পত্রিকা ফটিকরায়ের প্রতিনিধি শংকর বসু রায় ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়নের নিয়ম শৃঙ্খলা এবং কাজকর্মে অনুপ্রাণিত হয়ে ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়নে যোগদান করেন,
তাদের দু'জনকেই ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের ঊনকোটি জেলা কমিটির সভাপতি অনুপম ভট্টাচার্যী ও সদস্য সুজাতা সাহা পুষ্পস্তবক দিয়ে দলে বরণ করে নেন।
কোন মন্তব্য নেই