পুলিশ টহলদারি থাকা সত্বেও প্রতিনিয়ত বাড়ছে নিশি কুটুম্বের হানা - Sabuj Tripura News
সবুজ ত্রিপুরা
১৫ জুলাই ২০২০
বুধবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ লকডাউনে পুলিশি টহলদারি চলার মধ্যেও নিশি কুটুম্বের হানায় চুরি তেলিয়ামুড়া থানার সি আর পি এফ ক্যাম্প সংলগ্ন চাকমাঘাট বাজারে। ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার রাতে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট বাজারের ব্যবসায়ী অর্জুন দেবনাথ প্রতিদিনের মত দোকান লাগিয়ে বাড়ি ফিরে যান।
ফলে রাতের কোন এক সময় নিশি কুটুম্বেরা বেড়া ভেঙ্গে দোকানের মোবাইল সামগ্রী সহ দোকানের বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এদিকে অর্জুন দেবনাথ জানান চুরি হওয়া জিনিস এর মূল্য আনুমানিক অর্ধ লক্ষ টাকা।
তাছাড়া জনগণের মনে প্রশ্ন উঠেছে যেহেতু রাত নয়টা থেকে সকাল সাতটা অব্দি লকডাউনে পুলিশি টহলদারি থাকা সত্বেও সেই জায়গাতে কিভাবে চুরি সংগঠিত হল। তাছাড়া বিগত কয়েকদিন পূর্বে গামাই বাড়ি এলাকায়ও নিশি কুটুম্বের হানায় চুরি হয়েছিল এক মুদির দোকান। আবার ফের চুরির ঘটনা চাকমা ঘাট এলাকায় লকডাউনের মধ্যে।
তবে কি পুলিশ সেই সব জায়গাতে রাতে টহলদারি করে থাকে না। ফলে চুরি কার্য প্রতিনিয়ত সংগঠিত হওয়ায় এলাকার মানুষের মধ্যে বর্তমানে আতঙ্ক বিরাজ করছে।
কোন মন্তব্য নেই