অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২১ জুলাই ২০২০
মঙ্গলবার      

পানিসাগর প্রতিনিধিঃ গতকাল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কলেজ শাখার পক্ষ থেকে অতিরিক্ত জেলা শাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত স্মারকলিপিতে উল্লেখ করা হয় ত্রিপুরা ইউনিভার্সিটি দ্বারা যে ইন্টারন্যাল  অনলাইন পরীক্ষা নেওয়ার  সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা ধর্মনগর কলেজের কিছু সংখ্যক ছাত্র ছাত্রীদের জন্য সম্ভব নয়

কারণ তাদের কাছে উন্নত মানের স্মার্টফোন নেই এবং তারা যে জায়গায় বসবাস করে সেই জায়গাগুলিতে ইন্টারনেট সুবিধা এখনো ঠিকমতো পাওয়া যায় না এবং অনেকের কাছে মোবাইল ফোন ও নেই। 

তাই এবিভিপি এর কার্য কর্তারা অতিরিক্ত জেলা শাসকের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব এবং শিক্ষা মন্ত্রী শ্রী রতন লাল নাথ এবং ত্রিপুরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের কাছে একটা অনুরোধ রাখেন, অন্য কোনো বিকল্প পদ্ধতির মাধ্যমে ওই সংখ্যক ছাত্র ছাত্রীদের পরীক্ষা নেওয়ার জন্য। এই বিষয়গুলি সংবাদমাধ্যমকে জানিয়েছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর কলেজ শাখার সম্পাদক রনি কান্ত দে ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu