আবারো যান দুর্ঘটনায় গুরুতর আহত ২ বাইক আরোহী - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১৫ জুলাই ২০২০
বুধবার       

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন পুলিনপুর  মিলন সংঘ ক্লাব সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়,TR06A 9505 নম্বরের একটি বাইক নিয়ে জয়ন্ত দাস (৩০) এবং রজত বিশ্বাস (২৫) নামের দুই বাইক আরোহী 

দ্রুত গতিতে তুইসিন্দ্রাই  এলাকা থেকে নিজ বাড়ি তথা মোহরছড়া  যাওয়ার পথে পুলিনপুর মিলন সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় এসে বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। 

ফলে সঙ্গে সঙ্গে ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরে এবং দপ্তরের কর্মীরা এসে তড়িঘড়ি করে আহতদের  তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তাদের দুজনের চিকিৎসা চলছে মহকুমা হাসপাতালে। সংবাদে জানা যায় দ্রুত গতিতে বাইক চালানোর জন্যই   ঘটেছিল এই যান দুর্ঘটনা। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu