প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে শেয়ার করায় এলাকায় উত্তেজনা - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১১ জুলাই ২০২০
শনিবার

ধর্মনগর প্রতিনিধিঃদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকৃত ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করার অপরাধে এক নাবালক যুবক কে আটক করলো ধর্মনগর থানার পুলিশ।ঘটনার বিবরণে জানা যায় ধর্মনগর মহকুমার চন্দ্রপুর হরিতলা এলাকার একটি মিষ্টির দোকানে মদের কারবার চলতো।বহুবার এলাকাবাসী নিষেধ করেও কোন লাভ হয়নি। কিন্তু এলাকাবাসীদের নিষেধকে কে অমান্য করে দোকানে মদ বিক্রি বন্ধ না করায় এলাকাবাসীরা ছিল তার উপর ক্ষোব।


এরিমধ্যে শুক্রবার মিষ্টির দোকানের মালিকের নাবালক ছেলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিকৃত ছবি সামাজিক মাধ্যম ফেইসবুকে শেয়ার করলে তাতেই বাধে বিপত্তি।প্রধান মন্ত্রীর ছবি বিকৃত করায় এলাকায় জনরোষ তৈরি হয়।ধর্মনগর থানায় একাটি এফ আই আরও  করা হয় ।পরবর্তিতে এক প্রকার জনরোষ থেকে বাচাতেই ধর্মনগর থানার পুলিশ মিষ্টির দোকানের মালিকের নাবালক ছেলেটিকে আটক করে থানায় নিয়ে আসে।

এলাকাবাসীদের পক্ষ থেকে দাবী উঠেছে মালিক এবং তার ছেলের বিরুদ্ধে কোঠর ব্যবস্থা গ্রহন কোরক প্রশাসন,কারন দেশে প্রধান মন্ত্রীর ছবিকে এই ভাবে বিকৃত করে প্রচার তা কিছুতেই মানতে পারছেন না এলাকার সাধারন জনগন।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu