খেলো ইন্ডিয়ায় অংশ গ্রহণের রুপরেখা তৈরিতে সচিবদের নিয়ে আগরতলায় বৈঠক - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২ জুলাই ২০২০
বৃহস্পতিবার

ধর্মনগর প্রতিনিধিঃ কেন্দ্রীয় সরকারের খেলো ইন্ডিয়ার বিভিন্ন ইভেন্টে জাতীয় স্তরে রাজ্যের দল পাঠানোর বিষয়ে নিয়ে আগাম প্রস্তুতিমূলক বৈঠক হয়ে গেল বৃহস্পতিবার দুপুর ১২ টায় রাজ্য ক্রীড়া দপ্তর এর কনফারেন্স হলে। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড আয়োজিত এই আগাম প্রস্তুতি সভায় খেলো ইন্ডিয়ায় অংশগ্রহণ কারি বাছাইকৃত ইভেন্টর জন্য কুড়িটি এসোসিয়েশন অংশগ্রহন করেন। মূলত এই আলোচনা সভায় খেলো ইন্ডিয়ার জাতীয় আসরে রাজ্যের দল পাঠানোর বিষয়ে এসোসিয়েশন গুলির সচিবদের নিয়ে আলোচনা হয়। 

বিগত বছর গোহাটিতে অনুষ্ঠিত জাতীয় আসরে রাজ্যের মোট বাছাই করা সাতটি ইভেন্টের খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিল। এরমধ্যে রাজ্যের খেলোয়ারদের দখলে আসে পাঁচটি মডেল। এবার খেলো ইন্ডিয়া অন্তর্গত বেশির ভাগ ইভেন্টগুলিতেই  রাজ্যের দল পাঠানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি বিগত বছরের তুলনায় এবছর মেডেলের সংখ্যাও বৃদ্ধির আশা রয়েছে। এই লক্ষ্যে আগাম বিভিন্ন এসোসিয়েশন এর সচিবদের নিয়ে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের এই বৈঠক । লকডাউন মুক্ত হলেই এসোসিয়েশন গুলো খেলোয়াড় দের নিয়ে  ময়দানে নামতে চূড়ান্ত প্রস্তুতিতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu