সবুজ ত্রিপুরা
২ জুলাই ২০২০
বৃহস্পতিবার
ধর্মনগর প্রতিনিধিঃ করোনা ভাইরাস মোকাবেলায় গোটা রাজ্যে জিমগুলি দীর্ঘ চার মাস যাবত বন্ধ হয়ে আছে। লক ডাউন শিথিল হচ্ছে কিন্তু রাজ্যের জিম সেন্টারগুলি খোলার কোন অনুমতি দিচ্ছে না সরকার। আর জিমগুলি খোলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং জেলা শাসককে গত মে মাসে ত্রিপুরা জিম ওনার্স ফোরামের পক্ষ থেকে চিঠি প্রেরণ করা হয়েছিল। কিন্তু এখনো কোনো সদুত্তর মেলেনি।
বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা জিম ওনার্স ফোরামের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দাবি জানান বিশ্বজিৎ বণিক। তিনি এদিন আরো জানান দীর্ঘ চার মাস যাবত জিমগুলি বন্ধ থাকায় জিম সেন্টারগুলির কর্নধাররা বর্তমানে আর্থিক সংকটে ভুগছেন। আর জিম সেন্টারের অধীনে ৩ হাজার কর্মী যুক্ত আছে। তাই সরকার যাতে কোভিড ১৯ -এর জন্য নির্দিষ্ট গাইডলাইন জারি করে জিম সেন্টার গুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় তার জন্য দাবি জানান তিনি। এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে অন্যান্য জিম সেন্টারের কর্ণধাররাও উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ