সবুজ ত্রিপুরা
২৯ জুন, ২০২০
সোমবার
চুরাইবাড়ি প্রতিনিধিঃ কদমতলা কৃষি মহাকুমাধীন কালাছড়া ব্লকের আওতাধীন ১৭ টি গ্রাম পঞ্চায়েতের ১২১ জন কৃষকদের মধ্যে সরকারি ভর্তুকি মূল্যে বিভিন্ন কৃষিযন্ত্রাদি বিতরণ করা হয়।আজ বেলা ১২ টা নাগাদ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে লক্ষ্মীনগর কমিউনিটি হলে সরকারি ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে বিভিন্ন কৃষিযন্ত্রাদি বিতরণ করা হয়।
কৃষিযন্ত্রাদির মধ্যে কনো ওয়াইডার, পাম্প সেট, পাওয়ার স্প্রেয়ার, ম্যানুয়াল স্প্রেয়ার, তেরপাল সহ নানা কৃষি যন্ত্রাংশ কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। আজকের এই কৃষিযন্ত্রাদি বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগবাসা মন্ডলের মন্ডল সভাপতি সুদীপ দেব, কালাছড়া ব্লকের চেয়ারম্যান টিংকু শর্মা, কদমতলা কৃষি মহাকুমার আধিকারিক সন্দীপ চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে কালাছড়া ব্লক এলাকার ১৭ টি গ্রাম পঞ্চায়েতের স্থানীয় কৃষকরা আগামী দিনে কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে আরো বেশি ফলন চাষ করতে পারেন তা নিয়েও দীর্ঘ আলোচনা রাখেন। যাতে করে রাজ্যের কৃষকরা সরকারি সকল সুযোগ সুবিধা পান ও রাজ্যকে স্বনির্ভর রাজ্যে রূপান্তরিত করেন তা নিয়েও দীর্ঘ আলোচনা রাখেন উস্থিত অতিথিরা।
0 মন্তব্যসমূহ