কো‌ভিড হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২৯ জুন, ২০২০
সোমবার


চুরাইবাড়ি প্রতিনিধিঃ কো‌ভিড হস‌পিট্যাল থেকে ছাড়া পেলেন পার্শ্ববর্তী রাজ্য অসমের বরাক উপত্যকার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের ‌বিধায়ক কৃষ্ণেন্দু পাল। ক‌রোনায় আক্রান্ত হয়ে সাত দিনের মাথায় নে‌গে‌টিভ রি‌পোর্ট হা‌তে নিয়ে আজ হাসপাতাল থে‌কে ছাড়া পে‌য়ে বাড়ি ফিরলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল।
গতকাল তাঁর সোয়াব টেষ্টের রিপোর্ট নেগেটিভ আসায় আজ তাকে মুক্তি দেওয়া হয়।তবে স্বাস্থ্য বিভাগের নিয়ম-নীতি মেনে তা‌কে আরোও চৌদ্দ দিন নিজ বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দি‌য়ে‌ছেন কো‌ভিড স্পেশাল চিকিৎসকরা। সেই সঙ্গে এখন অবধি করিমগঞ্জে কোভিড হাসপাতালের মোট একশ পচাত্তর জন ভর্তি হওয়া করোনা আক্রান্তের মধ্যে প্রায় শতাধিক রোগী ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ব‌লে জানা‌লেন জেলা স্বাস্থ্য বিভা‌গের যুগ্ম সঞ্চালক অনুপকুমার দৈত্যা‌রি।আজ বিকেল তিনটে নাগাদ বিধায়কের সঙ্গে আরোও দশ জন সুস্থ ব্যাক্তিকে মুক্তি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।



এখানে উল্লেখ্য  কোন ট্রে‌ভে‌লিং হি‌ষ্ট্রি ছাড়াই গত ২২ জুন সোমবার বিধায়‌কের শরী‌রে ক‌রোনার জীবাণু ধরা প‌ড়ে‌ছিল।এর আগে গত ১৮ জুন করিমগঞ্জ জেলাশাসক কার্যালয়ের সম্মুখে বিধায়ক সহ অন্যান্যদের সোয়াব পরীক্ষা করা হয়ে‌ছিল এবং বিধায়কের সোয়াব টেষ্টের রিপোর্ট পসিটিভ আসে।প‌রে বিধায়‌কের অসুস্থতার খব‌রে উনার নিজ সম‌ষ্টির কর্মী সমর্থক‌দের ম‌ধ্যে একরাশ হতাশা ছ‌ড়ি‌য়ে প‌ড়ে।



বিধায়‌কের আশু আরগ্য কামনায় স্থা‌নে স্থা‌নে অনু‌ষ্টিত হয় পূজা হোম যজ্ঞা‌দি সহ দোয়া প্রার্থনাও।এদিকে আজ হাসপাতাল থে‌কে বিধায়‌কের মু‌ক্তি পাবার খব‌রে উনানর ঘ‌নিষ্ট মহল সহ পাথারকা‌ন্দি বি‌জে‌পির ক‌র্মি সমর্থকরা স‌ন্তোষ ব্যক্ত ক‌রে‌ছেন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu