বক্সনগর এলাকার জলের ট্যাংকি মরণ ফাঁদে পরিণত - Sabuj Tripura News
সবুজ ত্রিপুরা
২৭ জুন, ২০২০
সোমবার
বক্সনগর এলাকার একমাত্র জলের ট্যাংকিটি মরণ ফাঁদে পরিণত হয়ে আছে। বিগত সরকারের আমলে এই বিষয় নিয়ে কোন হেলদোল ছিলনা এখন বিজেপি-আইপিএফটি জোট আমলেও এই ট্যাংকিটি ঠিক তেমনি পড়ে আছে। ট্যাংকিটির পাশে আছে বক্সনগর বাজার ও স্কুল যে কোন সময়ে ঘটে যেতে পারে বিরাট ঘটনা। ট্যাংকিটির সিড়ি গুলি একে একে ভেঙ্গে পড়ে যাচ্ছে।
আজ থেকে প্রায় ছয় সাত বছর আগে ট্যাংকিটিতে মাইক লাগাতে গিয়ে সিড়ি ভেঙে এক জনের মৃত্যু হয়।বক্সনগর এলাকার মানুষ এই ট্যাংকিটির নিচের দিক দিয়ে বাজারে বাজার করতে যেতে হয় এবং তার পাশ দিয়ে স্কুল পড়োয়া ছাএ ছাএীরা স্কুলে যায় যে কোন সময়ে এক বিরাট ঘটনা ঘটে যেতে পারে।নিম্নমানের কাজের ফলে এমন হয়েছে বলে সাধারণ জনগণের অভিমত। এখন দেখার বিষয় প্রশাসন এই ট্যাংকিটি নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে।
কোন মন্তব্য নেই