সবুজ ত্রিপুরা
৩০ জুন, ২০২০
মঙ্গলবার
নিজস্ব প্রতিনিধিঃ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২০ সালের মাধ্যমিক (নতুন সিলেবাস) পরীক্ষার ফলাফল আগামী ৩ জুলাই ২০২০ সকাল ৯টায় প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এ সংবাদ জানান।
শিক্ষামন্ত্রী জানান, দেশের ও রাজ্যের করোনা পরিস্থিতি, সুপ্রিম কোর্টের ২৬ জুন, ২০২০-এর রায়। এবং পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২০ সালের মাধ্যমিক পুরাতন সিলেবাস, মাদ্রাসা আলিম নতুন ও পুরাতন সিলেবাস, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা ফাজিল থিওলজি ও মাদ্রাসা ফাজিল আর্টস-এর যে সকল পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো যা ইতিমধ্যেই বাতিল বলে ঘোষণা করা হয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে ইতিমধ্যেই এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে আগামী জুলাই মাসে উল্লিখিত পরীক্ষাগুলির ফলাফল প্রকাশ করা হবে। বাতিল পরীক্ষাগুলির মূল্যায়ন পদ্ধতি আগামী কয়েকদিনের মধ্যে পর্ষদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।
0 মন্তব্যসমূহ