সবুজ ত্রিপুরা
১, জুলাই ২০২০
বুধবার
ধর্মনগর প্রতিনিধিঃ জাতীয় স্তোত্র 'বন্দে মাতরমের স্রষ্টা,তথা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন ছিল শনিবার ।লকডাউনের কারনে খুব ছোট পরিসরেই আগরতলার রবীন্দ্র ভবনে এই দিনটি পালন করা হয়। শনিবার সকালে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত বঙ্কিম চন্দ্র চট্টপাধ্যায়ের জন্মদিনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের শুরুতেই বঙ্কিম চন্দ্র চট্টপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করিন। পরবর্তী সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ত্রিপুরা বাসীর কাছে নিবেদন করে বলেন।সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে পথে ভারতীয় কৃষ্টি সংস্কৃতি ও দিশাকে দুনিয়ার সামনে তুলে ধরেছেন তাকে যেন আমরা সূচারু ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি।
0 মন্তব্যসমূহ