শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২ জুলাই, ২০২০
বৃহস্পতিবার

নিজস্ব প্রতিনিধিঃ গতকাল ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এক সাংবাদিক সম্মেলন করেন।উক্ত সাংবাদিক সম্মেলনে রাজ্যসরকারের বিভিন্ন পরিকল্পনা সমন্ধে বিস্তারিত আলোচনা করেন তিনি। এই  সম্মেলনে শিক্ষামন্ত্রী ত্রিপুরার ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে এই মহামারীর সময় ছাত্র ছাত্রীদের পড়াশুনায় যাতে কোন রকম ক্ষতি না হয় সেজন্য নানান চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার।
তাছাড়াও এই বছর ছাত্র ছাত্রীদের ভর্তি বাবদ যে টাকা নেওয়ার কথা ছিল সেই টাকা এই বারের পরিস্থিতিকে বিবেচনা করে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার।

তিনি আরও বলেন, এই সিদ্ধান্তের ফলে ছাত্র-ছাত্রীদের অনেক সুবিধা হবে এবং বর্তমান সরকার এই মহামারীর সময়েও জনগণের সকল ন্যায্য দাবি পূরণের লক্ষে কাজ করে যাচ্ছে। এখানে উল্লেখ্য যে, কিছুদিন পূর্বে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ভর্তির ফি মুকুব এর জন্য রাজ্য সরকার কে স্মারকপত্র প্রেরণ করেছিল। তাদের এই দাবি মেনে নেওয়ার জন্য বিদ্যার্থী পরিষদ এর পক্ষ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu