সবুজ ত্রিপুরা
২ জুলাই, ২০২০
বৃহস্পতিবার
বক্সনগর প্রতিনিধিঃ আজমল ফাউন্ডেশনের উদ্যোগে ও ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায় হিন্দের সহযোগিতায় ত্রিপুরা রাজ্যের মধ্যে ৫০০০ দিন মজুর গরিব পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, এর অঙ্গ হিসাবে আজ সোনামুড়া মহকুমার কুলুবাড়ি এলাকায় দিন মজুর ও গরিব অংশের মানুষের মধ্যে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়, কুলুবাড়ি পঞ্চায়েত হল ঘরের সামনে।
সেখানে প্রায় ৫০ পরিবারের অধিক হিন্দ্, মুসলমান ও উপজাতি অসহায় মানুষদের মধ্যে ত্রাণ বণ্টন করা হয়। উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামা হিন্দ এর সভাপতি মুফতি আব্দুল মুমিন দীনি তালিমী বৌড সভাপতি, মাও: ইয়াছিন মিঞা, ত্রিপুরা ইমাম অর্গেনাইজেশনের সাধারণ সম্পাদক,
মাওলানা সিরাজ উদ্দিন আহমেদ, এছাড়া অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।দেখা যায় এই খাদ্য সামগ্রী পেয়ে অনেক খুশি সেখানকার গরিব অসহায় অংশের মানুষরা।
0 মন্তব্যসমূহ