সবুজ ত্রিপুরা
২৩ জুন, ২০২০
মঙ্গলবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ মরণব্যাধি ক্যান্সার রোগ যাতে ব্যাপকভাবে বিস্তার না ঘটে তার জন্য আগাম আগরতলা ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার অরূপ রায় বর্মন ও ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় এর নেতৃত্বে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পরিদর্শনে এলেন।চিকিৎসক অরূপ রায় বর্মন বিশেষ করে নিত্যদিনের খাদ্যাভ্যাস, যোগাভ্যাস করার জন্য টিপস দিলেন। তিনি বিশেষ করে নেশা সামগ্রী বর্জন এবং শর্করা জাতীয় খাদ্য অভ্যাসে পরিণত করার উপর জোর দেন।
এছাড়াও চিকিৎসক অরূপ রায় বর্মন টিপস দেন প্রতিটি উপ-স্বাস্থ্যকেন্দ্রে এবং হাসপাতালে আসা রোগীদের নিয়ে ক্যানসার সম্পর্কিত সচেতনতা মূলক শিবির করার জন্য। এরপরই চিকিৎসক অরূপ রায় বর্মন, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক চন্দন দেববর্মা সহ স্বাস্থ্য কর্মীদের নিয়ে এক বৈঠক করেন হাসপাতালের কনফারেন্স হলে।এনিয়ে তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী রায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানান-আগামী দিনে ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক শিবির গ্রাস লেভেল পর্যন্ত, উপস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে মহকুমার পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সচেতনতা মূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান।
0 মন্তব্যসমূহ