তিন নাবালিকা অপহরণ মামলায় উদ্ধারে সাফল্য পেল পুলিশ - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১৮ জুন, ২০২০
বৃহস্পতিবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক ভি জগদিস্বর রেড্ডি বুধবার জানান যে গত ১২ জুন পূর্ব আগরতলা থানায় এক ১৭ বছরের নাবালিকা অপহরণের মামলা লিপিবদ্ধ হয়, মামলা নাম্বার 43 / 2020 , 363/ 109/34 I P C । মঙ্গলবার তেলিয়ামুড়া থানায় খবর আসে যে ঐ মেয়েটি তেলিয়ামুড়ায় রয়েছে। সাথে সাথে  পুলিশ হানা দিয়ে এক বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে।
তাছাড়া একই তারিখে তেলিয়ামুড়া থানায় ঠিক একই ভাবে অন্ন আরেকটি নাবালিকা অপহরণ এর মামলা হয়, তদন্তে নেমে পুলিশ গতকাল তাকেও উদ্ধার করতে সক্ষম হয়।

এদিকে গত ৮ জুন ২০১৯ এ তেলিয়ামুড়া থেকে এক নাবালিকা অপহরণ এর মামলা করা হয়েছিল থানায়। খবর ছিল আসামে কোন এক জায়গায় রয়েছে সেই  নাবালিকা। সেই সূত্র ধরে সেই নাবালিকাকেও উদ্ধার এ সমর্থ হয় পুলিশ। যদিও অভিযুক্ত কাউকেই আটক করতে পারেনি পুলিশ। তেলিয়ামুড়া থানার ওসি স্বপন দেববর্মা জানান অভিযুক্তদের ধরতে সব রকমের চেষ্টা চালান হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu