সবুজ ত্রিপুরা
১৮ জুন, ২০২০
বৃহস্পতিবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ এগিয়ে আসছে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচন। আর এদিকে ঘর গোছাতে শুরু করে দিয়েছি শাসকগোষ্ঠী বিজেপি দল। আজ ২৯ কৃষ্ণপুর বিধানসভার আঠারোমুড়া এডিসি ভিলেজের ৪১ মাইল এলাকার রায় হামসা পাড়ার কুড়ি পরিবারের ৩৮ জন ভোটার সিপিআইএম আইপিএফটি দল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান করেন।
আজ বিকেলে ঐ এলাকায় একটি ঘরোয়া সভায় জনজাতি মোর্চার রাজ্য কমিটির সম্পাদক বিকাশ দেববর্মার নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয় এই সভাতেই অন্য দল ছেড়ে আশা ভোটারদের দলীয় পতাকা দিয়ে নিজ দলে বরণ করে নেন বিকাশ দেববর্মা। তিনি জানান জনজাতি দের মুক্তির একমাত্র দাতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
তিনি আরো জানান স্বশাসিত জেলা পরিষদ কে নিয়ে পাতাল কন্যার নেতৃত্বে যেভাবে রাজতন্ত্রকে কায়েম করতে চাইছে টিপিএফ দল তা সম্পূর্ণ ভিত্তিহীন।
0 মন্তব্যসমূহ